কুড়িগ্রামে দরিদ্র ও ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ

কচাকাটার রঘুর ভিটা স্কুল মাঠে কম্বল বিতরণ করে ডিভাইন কেয়ার ফাউন্ডেশন

কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি বিধি-নিষেধ মেনে সীমিত আকারে শহরসহ প্রত্যন্ত/নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিন দিন ধরে ৬৫০+ কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ডিভাইন কেয়ার ফাউন্ডেশন।

কচাকাটার রঘুর ভিটা স্কুল মাঠে কম্বল বিতরণ করে ডিভাইন কেয়ার ফাউন্ডেশন
কচাকাটার রঘুর ভিটা স্কুল মাঠে কম্বল বিতরণ করে ডিভাইন কেয়ার ফাউন্ডেশন

গত ১৪.০১.২০২২ থেকে ১৬.০১.২০২২ খ্রি. পর্যন্ত তিন দিন ধরে কুড়িগ্রাম জেলার নতুন স্টেশন সংলগ্ন এসএস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে ২০০ পুরাতন হাসপাতাল পাড়ার রাধা-গোবিন্দ অনাথ আশ্রমে ৫০, সোবনদহ গ্রামে ২০০ এবং কচাকাটা থানার ১৩ নম্বর বল্লভেরখাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রঘুর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুজিব বর্ষ‌‌‌ উপলক্ষে দুই শতাধিকসহ  তিন দিনে মোট ৬৭৫ টি প্রতিবন্ধী, অসহায় বিধবা ও হত-দরিদ্র পরিবারের মাঝে  বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন লোকেশনে প্রধান অতিথি ছিলেন যথাক্রমে জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক ও খলিলগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমান তপগৌর কৃষ্ণ দাসাধিকারী, নাগেশ্বরী ডিএম একাডেমীর অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত ভট্টাচার্য স্যার, ১৩ নং বল্লভেরখাস ইউনিয়ন এর সদ্য সাবেক চেয়ারম্যান মো. আকমল হোসেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এসকে শফিক ও এ স্কুলের উদ্যোক্তা রতন প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা কনিকা রাণী সরকার বলেন, কনকনে শীতে কষ্ট পাওয়া দরিদ্র জনগোষ্ঠী শীতের কষ্ট লাঘবে জন্য মুজিব বর্ষ‌‌‌ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করছি। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে আমরা এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমরা এসডিজি-২০৩০ এর আলোকে পুরো জেলা এমনকি পিছিয়ে পড়া অন্যান্য জেলাতেও দারিদ্র দূরীকরণ, কোয়ালিটি শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্য শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন প্রভৃতি সেক্টরে কাজ করতে আগ্রহী ।সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ শ্রী কনক দেবনাথ, সাধারণ সম্পাদক স্বপন সরকার, পরিচালক মৌসুমী রায়, ভলান্টিয়ার মঙ্গল দাস, খলিল, মনি কিশোর, উদয় কুমারসহ স্থানীয় ভলান্টিয়ারবৃন্দ।

কুড়িগ্রামে দরিদ্র ও ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top