ডিভাইন কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশে নিবন্ধিত একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থা ।
আমরা যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি। সমাজে শান্তি বজায় এবং সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, শৃঙ্খলা, খাদ্য নিরাপত্তা বিষয়ক কার্যক্রম পরিচালনা করি। এছাড়াও যুবদের ইকো-উদ্যোক্তা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কাজে সহায়তা করি।।
আমরা দেশজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ও ক্ষুধার্তদের খাদ্য সহায়তা, জরুরী ত্রান, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে কোয়ালিটি শিক্ষা ও স্বস্থ্য শিক্ষা প্রদান করে থাকি।
আমাদের খাদ্য ও ঔষধ সহায়তামূলক কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকারের corona.gov.bd/ এ স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিস্তারিত https://volunteer.corona.gov.bd/company-details/700
আমরা পরিচালনা করছি এমন কয়েকটি কাজ নিম্নরূপ:
১. Corona য় ক্ষতিগ্রস্থ আর্ত-পীড়িতদের খাদ্য সহায়তা, শীতবস্ত্র প্রদান।
2. আর্ত-পীড়িতদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান/সহায়তা প্রদান।
৩. বাংলাদেশের পানীয় জল পরিষ্কার করা ও সুপেয় পানির ব্যবস্থা/সরবরাহ করা।
৪. প্রবীণ নাগরিকের জন্য ঘর নির্মাণ।
৫. বন্যা, ভূমিকম্প এবং / অথবা নদী ক্ষয়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা।
৬. তরুণ ও মেধাবী উদ্যোক্তা তৈরি এবং তাদেরকে বিনিয়োগে উৎসাহিত করা।
৭. নারী, শিশু ও বৃদ্ধ/প্রবীনদের সমস্ত সেবায় অগ্রাধিকার প্রদান করা।
৮. করোনায় জরুরী প্রয়োজনে স্বাস্থ্যসেবা।
আমরা লড়ছি করোনার বিরুদ্ধে। জরুরী ত্রাণ ও খাবার পৌঁছে দিন আর্ত/দরিদ্রদের মাঝে-
আজই কিছু অনুদান দিন-
Donate Today-
Education is the first right of any children and our priority is to ensure that every child is getting it. We are building schools and colleges throughout the Bangladesh, especially in Kurigram district.
People living under railway paths, streets, footpaths. We are constantly working to provide a home to them. We are also building orphanage with education facility, autism school, old age homes.
We hear war breaking throughout the World. We are there to cure those injured. War is something that should be never happened but it does and it’s our responsibility to cure.
Helping other is humanity. We can’t make it without helps from people. We are thankful to them for volunteering and giving donations. We are only able to provide help from it. Stay us to help the humanity
We can’t make it alone. We need your help. Your small help can bring a big change, definitely.
It’s impossible to help people without people helping others. We always need volunteer who love to help.
Human for human is our moto.